মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার
আজ (১৮ জানুয়ারি) শনিবার দুপুর দেড়টার দিকে লালমনিরহাটের শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে হেলিকপ্টারে পৌঁছান তিনি।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিলে যোগ দিতে লালমনিরহাটে পৌঁছেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহামান আজহারী। এ সময় তাকে একনজর দেখতে লাখো উৎসুক মানুষের ঢল নামে ওই এলাকায়।
এদিকে সকাল থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন স্থানীয় ইসলামী আলোচকরা। এ ছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা বক্তব্য দেন। এই মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এই মাহফিলে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি। মূল প্যান্ডেল ছাড়াও মোট পাঁচটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। মাহফিল ঘিরে তৎপর লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ রয়েছে আয়োজকদের স্বেচ্ছাসেবকের বিশাল কর্মী বাহিনী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট