এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
আমি আমার বাবার জৈষ্ঠ সন্তান এই ভূলোকে-
ছিলাম পাশে সাথে সারাক্ষণ এখনোও আশি শোকে,
দেখেছি বাবার অভিমানী মুখ খানি জড়তায়-
হাসেনি এতটুকুও বাবা কেনো কি জানি কি হতাশায়!
তুমি সাহিত্য সম্মেলনের রেলিতে পদক্ষিন করে পথ-
নিয়েছিলে মুক্ত চেতনার দ্বীপ্তিতে আত্মশক্তিতে শফথ,
আলোচনা সাহিত্য আড্ডা সৌজন্যতা আলাপচারিতায়-
কেড়েছো মন অনেকেরই সদা নির্মল বাচনে প্রীতি ও প্রজ্ঞায়!
পবিত্র জোহরের সালাত আদায় করেছি একসাথে দু’জন-
মধ্যাহ্ন ভোজেও যৌথ আতিথেয়তা মুগ্ধ হয়েছে হৃদয় মন,
কি অভিমান করলে আর হলো দেখা নয়ন মেলে শেষ বার-
এতিম করে পাড়ি দিলে মা ও আমাকে রেখে পরপার!
বিকেল ৩:৩০ ঘটিকায় পাড়ি জমিয়ে শান্তির সুসংবাদে-
অপ্রস্তুত থেকেও বইতে হলো তোমার লাশ করে কাঁধে,
তুমি বিরতিহীন ভাবে কাটিয়েছো জীবনের বিগত দিন-
তোমার স্নেহ বাৎসল্য জীবনের গতি পথে দিয়ে গেছে ঋন!
তোমার লাশের পাশে থেকেছি বসে মনটা শক্ত করে-
সারাটি রাত্রি কেটে গেছে দোওয়া দরুদ তাসবীহ ধরে,
নেই তুমি আজ আর আমাদের মাঝে দোওয়া করি মোনাজাতে-
সারাজীবন থাকতে চাই বাবা তোমার আদর্শের সাথে……
(তারিখঃ ২৩-০১-২০২৩ ঈশায়ী,মহকক,
চাটমোহর, পাবনা।)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট