(স্বরবৃত্ত ছন্দ)
মাফিয়া ময়না
উড়ির চর, সন্দীপ, চট্টগ্রাম।
আমি ভোরের ঝুলন্ত ফুল খুঁজি —
মন আনন্দে বিভোর হয়ে তবে ,
সন্ধ্যাকাশের রঙে মগ্ন ভবে ।
অচেনা এক কাব্য ছন্দ বুঝি !
বন্ধু ওঠে এসো কথা আছে —-
ঋতুমতীর ময়াবিনী বুলি
কিসের কথা সে তো ভুলে গেছে
না পৃথিবীর বুকে সে তো বাঁচে ।
কি এমন মুখ ! গাঁদা ফুলের হাসি —
চাঁদ কি নেমে এলো এই যে গাঁয়ে
ঊষালগ্নে তাঁকে হাসতে দেখে
বিষণ্ণ মন তবে ভালো-বাসি ।
ইচ্ছা করে একটু ছুঁয়ে আসি —
কিন্তু নাগল পাওয়া খুবই কঠিন
সে তো অনেক অনেক দূরে থাকে
দূর থেকে তাঁর গন্ধ রূপ নিয়ে ভাসি।
সবকিছু’ই ঐ চিরকুটে গাঁথি–
ভালোবাসি বলা হলো নাতো,
কদম কেয়া জুঁই চামেলি ফুলে।
আর চিরকুটে আমি সদা মাতি।
(তারিখঃ ২৩-০১-২০২২ ঈশায়ী,
এ ০৭:১৮ এম)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট