আমি ভালোবাসি প্রভুকে-
প্রভুর নিযুক্ত প্রতিনিধিকে,
তদ্রূপ আরো ভালোবাসি সুন্দরকে-
সুন্দরের পূঁজারীদেরকেও…
আমার হৃদয়ে ভালোবাসা-
করে উথাল-পাথাল যাওয়া-আসা,
ভালোবাসি কত গুলো যন্ত্রকে-
তার মাঝে বেতারও আছে।
বেতার আমার প্রিয় নিত্য সঙ্গী-
তার সাথে কথা হয় সব সময়,
তার মাঝে পাই বিনোদন-
পাই শিক্ষা-দীক্ষা যত কৃপায়।
ঝড় বাদলে দূর্যোগে পাশে থাকে-
সংবাদ আদান-প্রদানে খবর রাখে,
দান করে সচেতনতা অসচেতনদের-
আছে আরো বহু গুণ বেতারের।
শুনি প্রত্যহ বেতারের কার্যক্রম-
যা শুনে কাটে কত রকম ভ্রম,
বেতার শ্রোতা হিসেবে করি অনুরোধ-
শোন সবাই বেতার; জাগাও সচেতনতাবোধ…
🥢প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
প্রতিষ্ঠাতা-সভাপতি,
স্বাধীন বাংলা বেতার শ্রোতা সংসদ,
হালিমপুর হিড়িন্দা বাজার, পোঃ কুয়াবাসী,
উপজেলাঃ চাটমোহর, জেলাঃ পাবনা-৬৬১০।
kdaakash2024pabna@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট