হযরত আলী খান
তোমায় ভাবতে কতো গোধূলি
গেছে অন্ধকারে,
আষাঢ় শ্রাবণে ভারি বর্ষণে
নদীর পানি কিনারে।
হয়নি সকাল সোনালী রোদ
ঝলমল পূর্বাকাশে,
মিটি মিটি হাসছে তারা
জ্যোৎস্না বিলাসে।
নদীর কিনারে হিজল গাছটি
পানি ছুঁই ছুঁই ডালে,
কখন হয়নি দুলব সেখানে
একত্রে দুজন মিলে ।
উল্কা যেমন আলো ছড়িয়ে
প্রস্ফুটিত করে,
অন্ধকারে অমাবস্যা রাতে
পথ পরিস্কার করে।
ঘন কুয়াশায় অঘটন ঘটায়
জীবন নাশের কারণ,
অঙ্কুর উদগমে থেমে গেল হায়
আমার এই জীবন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট