মাফিয়া ময়না
উড়ির চর, সন্দ্বীপ, চট্টগ্রাম।
রিজিকদাতা মহান আল্লাহ্
তিনি যে মেহেরবান,
সৃষ্টিকুলের মাঝে তিনি
রিজিক করছে দান।
বড়ই গাছে বড়ই ধরছে
আম গাছেতে আম,
কাঁঠাল ফলে ভরবে শেষে
আরো ভরবে জাম ।
ফলে ফলই হাজার রকম
স্রষ্টার হাসির ফল,
বনানীর বুক ঘেষে স্রষ্টা
দান করছে সকল ।
স্রষ্টার সৃষ্টি মনমুগ্ধকর
বোঁটা থেকে ফুল,
তৃপ্তির ঢেঁকুর তুলে সদা
সৃষ্টি মানবকুল।
মৃত্তিকার বুক ঘেষে জন্মে
ভোরের সবুজ ঘাস ,
পুকুরের বুক ঘেষে চড়ে
সাদা পাতি হাঁস।
সবই যে দান মানবের জান
মালিক মহান রব,
মানবের তর পৃথিবীর মোর
দান করেছে সব ।
(তারিখঃ ২৫-০১-২০২৫ ঈশায়ী, ৯:৫০এএম)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট