বর্তমানে চিত্রপট,বোহেমিয়ান ধারার গহনাগুলো বেশ জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা পাচ্ছে।শুরু থেকেই নিজেদের শিল্পশৈলী ফুটিয়ে তুলতে মালা বা গলার হারে কাজ করছি। যেকোনো সময়ে যেকোনো আয়োজনে এমন ধারার গহনায় নিজেকে প্রকাশ করতে পারেন অনন্যা হিসেবে। কখনো সম্পুর্ন হ্যান্ডস্টিচ মালা,পাটের বেস আবার কখনো কাঠের বিভিন্ন ধরনের পুতি,কড়ি,অনিক্স বিড্স আর গামছার মোটিফ ব্যবহার করা। সাথে করে আমাদের প্যাচওয়ার্কের ব্লাউজ,মূলকথা হলো কিছুটা ভিন্নতার প্রয়াস নিয়ে আসা।আশা করি এই আয়োজন আপনাদের আপন করে নিতে বেশি সময় নিবেন না! খুব সীমিত সংখ্যক প্রোডাকশান করেছি আমরা। তাই দেরি না করে নক দিন আর অর্ডার নিশ্চিত করুন।?
অর্ডার করতে আপনার ঠিকানা,ফোন নং দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে।সারাদেশে সুন্দরবনের মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। ফুল এডভান্স বিকাশ করে প্রোডাক্ট বুকিং করবেন। আমাদের আরও কালেকশন দেখতে পেইজ ঘুরে আসবেন অবশ্যই।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট