কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখঃ ২৫/০১/২০২৫ ইং
যদি পোশাকের সাথে বদলে যেতো মানব চরিত্র
তবে দেশের মাঝে আমিই হতাম বড় গর্বিত,
যদি পোশাকের দারা আসতো ফিরে মনে মানবতা
তবে সবার চেয়ে আমার মাঝেই থাকতো বেশি তা।
যদি পোশাক বদলেই ফিরে পেতাম সকল স্বাধীনতা
তবে আজো কেন বন্দি ছিকলে রয়েছে জনতা,
যদি পোশাকের সাথেই বদলে যেতো অন্যায় অবিচার
তবে সেই বদলের সুফল পেতাম আমিই আগে তার।
যদি পোশাক বদলেই বন্ধ হতো দেশের সম্পদ লুট
দেখ প্রতিদিন সবে বদল করছি শার্ট, প্যান্ট টাই ভুট,
তাই পোশাককে নয় বদলে ফেলো নিজের চরিত্র
তবেই জাতি বিশ্বের বুকে হবেই গর্বিত।
সেদিন লাগবে না আর বদল পোশাক পুলিশ প্রশাসন
শুধু বদলাতে হবে সবাই নিজের খারাপ আত্বা মন,
সেদিন দেশটাই হবে সর্গ আর সর্গের রাজা তুমি
সবাই গর্ব করে বলবে সেদিন আমার মাতৃভূমি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট