এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,চাটমোহর,পাবনা।
(সুত্রঃ স্নেহের অনুজদ্বয় মরহুম জাহাঙ্গীর হোসেন মোল্লা ও মরহুম রবিউল ইসলামকে উৎসর্গীত)
জনমে জনমে কাটিবে ক্ষণ-
বাড়বে বেশি তোমার প্রয়োজন,
ভাই সেতো তুমি রক্তের ভাই-
তোমার স্পর্শ সদা তাইতো চাই!
কোলে পিঠে তোমায় করেছি বড়-
আজ কেন শুয়ে তুমি দেহ নিথর,
পাষান তুমি;নির্বাক বলছোনা কথা-
তোমার প্রয়োজন আজ বুঝি যথার্থতা!
যাবে দিন রাত্রি আসবে ভবে-
যত কাজ বাড়বে তব প্রয়োজন হবে,
পাবোনা যখন তোমায় কাজে-
শুণ্যতা জাগবে তখন তখন হৃদয় মাঝে!
পূর্ণ্যরাশি যত আমার তোমায় দানি-
আপন হিয়ায় থাকবে তুমি জানি,
হারানো সব পাবো ফিরে-
শুধু থাকবেনা তুমি জীবন নীড়ে!
শুণ্যতা অনুভব করি ঠিক তখন-
আমার সীমানায় ছায়া পড়েনা যখন,
আছো তুমি অনুভবে রবে অন্তরে-
তোমায় রাখবো হৃদয়ে কাল-কালান্তরে……
(তারিখঃ ২৯ মে ২০২০ঈশায়ী, চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট