(এস এম এম আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর নতুন বাজার জার্দিস মোড় থেকে(বওসা-হান্ডিয়াল-হামকুড়িয়া)
মান্নান নগর সড়ক উন্নয়ন কাজ নিয়ে ঠিকাদারের নানা অনিয়ম তাল-বাহানা শুরু হয়েছে বিগত দিন কয়েক মাস পুর্ব থেকে । সম্প্রতি সড়কটির বিভিন্ন স্থানে গর্ত খুঁড়ে খাল কেটে ফেলে রাখা হয়েছে। সড়কটিতে মাঝে মধ্যে বড় বড় গর্তে লোকাল বালি ফেলা হয়েছে। বালি শুকিয়ে ধুলায় পরিনত হয়েছে। সড়ক সংলগ্ন বাসা-বাড়ী,দোকানপাট,শিক্ষা প্রতিষ্ঠানসহ আবাসিক বসতি থাকায় ভোগান্তির শেষ নেই। বায়ু দূষন ও ধুলাবালিতে অতিষ্ট রাস্তার পাশের জনজীবন। বয়োজ্যেষ্ঠ শিশু বাচ্চাসহ অনেকেই শ্বাস কষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বর্তমানে এক হাটু ধুলা-বালির মধ্যে মানুষজন ও যানবাহন চলাচল করছে। বর্তমানে সড়কটিতে ঠিকাদারের নির্মাণ কাজে নিয়োজিত কোন কর্মকর্তা,প্রকৌশলী, শ্রমিক দেখা যাচ্ছে না, ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারকি দৃশ্যমান নয় সর্বোপরি কাজও বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) এ সড়কে চলতে গিয়ে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো সাক্ষাৎ পাওয়া যায়নি। ভুক্তভূগি জনসাধারণ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) চাটমোহর নতুনবাজার জার্দিস মোড় ব্রিজ থেকে ঐ সড়কে ভূক্তভোগীদের এক বিশাল মানববন্ধন করতে দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদারের গাফলতি এবং তালবাহানার কারনে ঐ সড়কে চলাচলকারী গনমানুষ ও যানবাহন নানা বিড়ম্বনা ও দূর্ভোগ পোহাতে হচ্ছে। তারা অবিলম্বে সড়কটির উন্নয়নের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার দাবী জানান এবং ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বক্তাগন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করে দেন। কাজ যথারীতি সমাপ্ত না হলে আরে কঠোর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন । মানববন্ধনে সমন্বনয়ক, সংবাদকর্মী, ছাত্র,স্থানীয় ভুক্তভোগী, পরিবেশকর্,মী মানবাধিকার কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট