(এস এম এম আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
চলনবিল তথা চাটমোহর পাবনার কৃতিসন্তান অভিনেত্রী শাহনাজ খুশি দুর্ঘটনায় আহত হয়ে ক্ষত-বিক্ষত!
অনেকগুলো সেলাই পড়েছে শরীরে। মঙ্গবার (২৮ জানুয়ারি২০২৫) সকালে (প্রাতঃরাশে) হাটার সময় ব্যাটারি চালিত অটোগাড়ি তাকে আঘাত করে। তার মাথা,মুখ,হাত,পা সহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। বর্তমানে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। দুদিন জ্ঞান শূণ্য থাকার পর তার চেতনা ও অনুভূতি ফিরে এসেছে। আর ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি অনেক আতংকিত হন।
আঞ্চলিক ভাষার নাটকের মাধ্যমে অভিনয়ে তিনি বাকপটুতা অবিনয় শৈলী দ্বারা সারা দেশের দর্শকদের মন জয় করে নেন। নাটকে অভিনয়ের মাধ্যমে শাহনাজ খুশি সারা বাংলাদেশে প্রচুর খ্যাতি অর্জন করেন এবং পরিচিতিও লাভ করেন। অভিনেত্রী শাহনাজ খুশি পাবনা জেলার চাটমোহর পৌর সদরের জিরোপয়েন্ট এলাকার মরহুম শহীদুল খন্দকারের মেয়ে।
শাহানাজ খুশির ভাষ্য মতে, বেশী না, মাত্র ১০টা সেলাই পড়েছে। এ আর এমন কি বলেন? চোখটা অন্ধ হয় নাই, হয় নাই ব্রেইন হ্যামারেজের মত শেষ অবস্থা! সেটাই তো অনেক বেশী পাওয়া! এ তেমন কিছু না, চোখের উপরের সেনসেটিভ জায়গায় মাত্র ১০ টা সেলাই লেগেছে! আমি যে প্রানে বেঁচে আছি, এ জন্য মহান সৃষ্টি কর্তা কাছে শুকরিয়া আদায় করছি!
কিচ্ছু চাই না আমি, শুধু যে মায়েরা/ বাবারা ছোট্ট বাচ্চাটার হাত ধরে রাস্তা পার হয়ে স্কুলে আসেন, অথবা নানান প্রয়োজনে রাস্তায় যান, তাদের সতর্ক করতে পোস্টটা দিলাম। আমি হয়ত ভেংগেচুরে বেঁচে গেছি, কোন বাচ্চা এ আঘাত নিতে পারবে না!
ব্যাটারী চালিত অসভ্য/ বর্বর যানবাহনটি এবং তার অসভ্য চালক থেকে সর্বদা সতর্ক থাকবেন আপনারা ।
যদিও আমি গলির ভেতরের রাস্তায়, প্রাতঃ ভ্রমন শেষে, অতি সর্তকতার সাথেই একেবারে কিনারা দিয়ে হেঁটে ফিরছিলাম! ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বীরদর্পে চলে গেছে! ওরা মেধাবী যান চালক, কারো জীবনের ক্ষতির তোয়াকা করে না!
আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব একান্তই আপনার। আজ চারদিন পরও মাথার অর্ধেকে কোন বোধশক্তি নাই!
জানি না স্বাভাবিক চেহারায় ফিরবো কিনা, সেটা যদিও ফিরি, রক্তাক্ত সেই পথে পড়ে থাকা সকালের ট্রমা অনেককাল ভুলবো না!
কাতর অবস্থায় বিছানায় পরে থেকে বার বার একটা প্রশ্ন মনে আসছে,” এই যে যত্রতত্র কুপিয়ে জখম/ ট্রেনে, বাসে, রিক্সা, প্রাইভেট গাড়ীতে দিনেরাতে ছিনতাই/ অস্ত্রসহ যে কোন প্রতিষ্ঠানে ঢুকে চাঁদাবাজী/ দখলবাজী/ ফিটনেসবিহীন গাড়ীর দৌরাত্ব্যে অহরহ সড়ক দুর্ঘটনা/ সন্ধ্যাপরে রাস্তাঘাট- সিগন্যালে পুলিশ বা ট্রাফিক না থাকা/ যে কোন রাস্তায় অবরোধ- মারামারি, তাহলে আমাদের সুরক্ষাটা কে দেবে? কার কাছে চাইবো আমাদের সন্তানদের নিরাপদ পথচলা বাা সুশৃংখল শিক্ষাঙ্গন⁉️
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট