মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
রাজধানী ঢাকা যাএাবাড়ীতে মোটরসাইকেল চুরি করতে গিয়ে চোরকে ধরে গনধোলাই দেন উত্তপ্ত জনতা।
দীর্ঘদিন ধরে ঢাকা যাএাবাড়ী থেকে শত শত মোটরসাইকেল চুরি হয়েছে। কোন মোটরসাইকেল মালিক তার মোটরসাইকেল অনুসন্ধান পায়নি কে বা কারা নিয়েছে, এই নিয়ে শত শত মোটরসাইকেল মালিকরা যাএাবাড়ী থানায় শত শত মোটরসাইকেল চুরির মামলা করেন, যাএাবাড়ী থানার পুলিশ মোটরসাইকেল চুরি হওয়া চোরের কোন অনুসন্ধান পাইনি।
আজ দুপুর ঢাকা যাএাবাড়ী থানার অধিনে যাএাবাড়ী শহীদ ফারুক রোড় টনি টাওয়ার সামনে থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে চোর হাতে নাতে ধরা পড়েন মোটরসাইকেল মালিকের হাতে। মোটরসাইকেল চোর চুরি করতে গিয়ে ধরা পড়লে সেখানে স্থানীয় জনতা মারধর করেন।
চোরের মুখে স্বীকারোক্তি নিয়ে জানা যে যাএাবাড়ী থেকে শত শত মোটরসাইকেল চুরি করেন এই মোটরসাইকেল চোর।
শুধু যাএাবাড়ী নয় ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজর মোটরসাইকেল চুরি করেছে এই চোর। চুরি করা মোটরসাইকেল গুলো বিভিন্ন জেলায় কমদামে বিক্রি করেন এই মোটরসাইকেল গুলো, এই চোরের সাথে তার দলের অনেক লোক রয়েছে তার সাথে, এই চুরির কাজ করে তারা তাদের একটা গ্রুপ মিলে।
যাএাবাড়ীর স্হানীয়রা মোটরসাইকেল চোরকে যাএাবাড়ী থানার পুলিশের হস্তান্তর করে। যাএাবাড়ী থানা পুলিশ মোটরসাইকেল চোরের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আসামি কে জেলে ফেরন করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট