মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার এ আদেশ দেন।
দুদকের করা মামলায় বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। গত ১৫ ডিসেম্বর বেনজীর আহমেদ, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়।
দুদকের অনুসন্ধানে বেনজীর আহমেদ ও তার পরিবারের ৬৯৭ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, ঢাকায় ১২টি ফ্ল্যাট, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব পাওয়া যায়। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে।
দুদকের অভিযোগ অনুযায়ী, গত বছরের এপ্রিলে একটি সভায় বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে বেনজীর আহমেদ তার পরিবারের সদস্যদের নিয়ে দেশত্যাগ করেন বলে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই মামলাটি দুদকের তদন্তের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশের দুর্নীতি বিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য ঘটনা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট