ময়মনসিংহ জেলর দৌলতপুর উপজেলার গৌরীপুর গ্রামের মোছাঃ নুরেজ খাতুনের বিরুদ্ধে নিরিহ মানুষকে প্রেমের ফাদে ফেলে প্রতারনা ও তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার গুরুতর অভিযোগ
শুত্রে জানা গেছে ময়মনসিংহ বিভাগের দৌলতপুর উপজেলার, গৌরীপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের মেয়ে মোছাঃ নুরেজ খাতুনের বিরুদ্ধে নিরিহ মানুষকে প্রেমের ফাদে ফেলে প্রতারনাও হয়রানিসহ বিভিন্ন সময খুন করার ও করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নুরেজ খাতুন বিভিন্ন সময় যুবক ছেলেদের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার পর তার বড় উজ্জ্বল ও তার দুলা ভাই আবুল হাসেম ও তার মা জহুরা খাতুন। এদের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময় বাগিতে ডেকে এনে দেহ ব্যাবসা করে। যার প্রমান দৈনিক খবর পদ্মা সেতু পত্রিকা দপ্তরে সংরক্ষিত আছে। এরা পরিবারের সকলে মিলে এ অবৈধ কাজের সাথে জড়িত বলরও জানা গেছে। গ্রামের সহজ সরল মানুষদেরকে এ ভাবে তারা জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখানেই শেষ নয় যারা টাতা না দেয় তাদের নামে থানায় মিথ্যা ও হয়রানি মামলা করা হয়। তার প্রমার দৈনিক খবর পদ্মা সেতু পত্রিকার দপ্তরে সংরক্ষিত আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান যে তারা আমার সাথে ও এরকম করেছে এবং আমাকে তারা জেলেও পাঠিয়েছে। এবং আমি যদি তাদের বিরুদ্ধে কোন কিছু বলি তারা আমাকে যে কোন সময় মেরে ফেলবে। তারা অনেক বাড় গ্রুপের সাথে জড়িত তাদের ভয়ে কেউ মুখ খুলে সাহস পায়না। তাই তাদের এ অবৈধ কর্মকাণ্ড যেন আর না হয় তার জন্য প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করেছেন।তাদের কল রেকোডিং ও সকল প্রকার প্রমান দৈনিক খবর পদ্মা সেতু পত্রিকার দপ্তরে সংরক্ষিত আছে। অনুসন্ধানে বেরিয়ে আসবে আরো অনেক কিছু তাই পুলিশ প্রশাসন সহ সমাজের সকল স্তরের সংগঠনের প্রতি অনুরোধ এখনি এদেরকে থামাতে হবে তানাহলে সমাজে উঠতি বয়োসের ছেলে মেয়েরা এ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়বে।তাই বিশেষ করে মানবাধিকার সংগঠনের নেতা-কর্মীকে এ কাজের জন্য এগিয়ে আসার অনুরোধ করছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট