খবর পদ্মা সেতু ডেস্ক
মোঃ মাজহারুল ইসলাম মাসরুর (২৯)। বাড়ি লক্ষ্মীপুরে। ৫ আগস্ট কর্মস্থল গাজীপুরে থাকাবস্থায় আন্দোলনে যান, এবং পুলিশের গুলিতে প্রাণ হারান।
মাসরুরের মৃত্যুর সময় তার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
তার মৃত্যুর দেড় মাস পর জন্ম হয়েছে ফুটফুটে ছেলে সন্তানের। আগে থেকেই আছে সাড়ে তিন বছর বয়সের মেয়ে নাফিজা আক্তার।
এখন মাসরুরের স্ত্রী আর দুই সন্তান আছে তার শ্বশুরের বাড়িতে। দুই নিষ্পাপ বাচ্চার ভবিষ্যৎ কী হবে, বলতেই কেঁদে ফেলছেন মাসরুরের স্বজনরা।
আজ পর্যন্ত কোন সমন্বয়ক বা কোন দলের কেউ তাদের কোন খোজ খবর নেয়নি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট