স্টাফ-রিপোর্টারঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নস্থ ফৈলজানা প্রেস ইউনিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল পাঁচ ঘটিকায় হালিমপুর হিড়িন্দা বাজার মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সভাপতিত্বে।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এস এম মোহসীন আলম(সময় সংবাদ), এস এম এরশাদ আলম মনি সরকার (দৈনিক খবর পদ্মাসেতু),মুন্সি মুহাম্মদ হযরত আলী(চেতনায় বাংলাদেশ) , মোঃ আলামিন বিশ্বাস(দৈনিক আমাদের বড়াল), মোঃ আসাদুজ্জামান উকিল(দৈনিক দক্ষিণের কথা), নাহিদ খান(নিউজ ৭১)।
আলোচনা সভায় উপস্থিত স্থানীয় সাংবাদিক-সংবাদদাতাগন তাদের বক্তব্যে বলেন, দেশের সাধারণ জনগনের পক্ষে কথা বলতে হবে। দেশের মানুষ আজ স্বাধীন ভাবে কথা বলতে পারলেও দৃশ্যমান অনেক কিছুই আমরা দেখতে পারছিনা। আমাদের কে হাত খুলে মনে প্রতিবাদী সাহস নিয়ে লিখতে হবে। প্রয়োজনে কলম তুলে ধরতে হবে অস্ত্র হিসেবে।
ফৈলজানা প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি- প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (জেলা প্রতিনিধি- বিজয় নিউজ ও স্টাফ রিপোর্টার দৈনিক খবর পদ্মাসেতু, VISION S TV, দৈনিক ঝড়) বলেন, আমরা সরকার ও প্রভাবশালীদের লেজুর বৃত্তি করবোনা। লোকে আমাদেরকে দালাল বলুক এটা আমরা চাই না।সরকারের প্রতিটি কাজের গঠন মুলক সমালোচনা আমরা করতেই পারি এজন্য আমাদের কেউ দোষারোপ করলে করবে কিচ্ছু যায় আসে না। আমরা পতিত সরকারের সময়ে অসংখ্য নেতা-কর্মীদেরকে যা করতে দেখেছি! এখনও তাই দেখছি একটি মহলের কিছু লোকের কর্ম সম্পৃক্ততায়, কর্ম যজ্ঞে।
হাট দখল, পুকুর দখল, মাটি বিক্রি সহ দরবার সালিশ থেকে প্রকাশ্যে-গোপনে অনেক ব্যবসা করে তারা এগিয়ে যাচ্ছে। তাদের উচু নজর, দরাজ গলার স্বরে সাধারণ শান্তিপ্রিয় লোকজন ভীত সন্তোস্ত হয়ে পড়ছে। সাধারণ জনসাধারণের পক্ষে লিখতে হবে। ন্যায় সঙ্গত ও নিরপেক্ষ ভাবে কলম চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমাদের ন্যায়ের কলম চলুক অস্ত্র হিসেবে আমৃত্যুকাল অবধি।
তিনি বলেন আমাদের সংগঠনের সদস্য সংখ্যা কম হলেও কাজ করতে হবে বেশি বেশি।
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ আরও বলেন, আমাদের সংগঠনের কমিটি মেয়াদ পূর্তিতে নতুন করে আবার কমিটি গঠন করতে হবে।
আপনারা একাগ্রতার সাথে কাজ করে এগিয়ে যান প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের প্রতি শুভ কামনা জানাচ্ছি।
একে অপরের পাশে থাকবো সব সময় ইনশাআল্লাহ
পরবর্তীতে নতুন করে কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে আলোচনা শেষ করেন।
উল্লেখ্য ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারীতে সাত সদস্য বিশিষ্ট ফৈলজানা প্রেস ইউনিটি গঠন করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট