এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ মোছাঃমঞ্জিলা খাতুন,
হাড়িখালী, সামটা,শার্শা,যশোর-কে উৎসর্গীত)
রাস্তা দিয়ে হাটি রোজ বিকেল বেলা-
প্রেমিক মনে সজীব চেতনা জাগে হৃদয়ে,
বুঝি প্রেম কি; প্রেমের স্বাদ আত্মভোলা-
পাইনি প্রত্যাশিত ছোঁয়া মন জয়ে…
তবুও আসে মনোবল বাসা বাধে-
বুঝাই মন কে ওগো! তুমি কিছু বলো,
হারায় যে শুভ্রতা মন ব্যর্থ অপরাধে-
বলে মন প্রেমিক আপনার মত চলো!
আশা হয় আহত; আত্মবিশ্বাস হয় পরাজিত-
আমি হই প্রেম বিহীন রুগ্ন এক কবি,
চাইনা ভালোবাসা হোক ভবে বিরাজিত-
মুছতে এ হৃদয়ে আঁকা যত ছবি…
পথে-পথে ভালোবাসা হয় পরিচয়ে-
আসে পাশে হদয় ঘেসে আত্মার টানে,
মোহ যবে যায় কেটে ব্যর্থ প্রনয়ে-
মন হয় যে বিরাগী প্রেমহীন ধ্যানে ।
হোক সমাদৃত জগতে সকলের ভালোবাসা-
আত্মার প্রয়োজনে যতটুকু প্রয়োজন,
হবোনা ব্যর্থতায় নিস্প্রান নিরাশা-
চাই শুধু আত্মার প্রয়োজনে শুভ্র মন……
(রচনাকালঃ ১২ই ফেব্রুয়ারী’২০০৭ ঈশায়ী,
সোমবার,বিকেলঃ০৩:৩০_০৩:৪০,য_সা_শ_য)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট