এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ মোছাঃ মঞ্জিলা খাতুন , হাড়িখালী, বাগআঁচরা,শার্শা,যশোর-কে উৎসর্গীত)
তোমার হাসি চির অমলিন চিরচেনা-
ওগো সুস্মিতা; তুমি পরাগ মাখা ললনা,
তুমি মোর কাব্য প্রেরণার উৎস ভূমি-
কাব্য কাননে শুধু তোমার তুলনা তুমি…
তোমার ঐ কাজল বরণ হরিনীর মত আঁখি-
করেছে প্রেমিক কবি প্রেমের রং মাখি,
তোমার দীঘল কাজল কেশ বনলতা’র-
প্রয়োজন আছে প্রেমে তোমাকে…ভাবনার!
মুক্ত ঝরা মায়াবী হাসি মৃণ্ময় আকর্ষনে-
করে উদাস কাব্য ধ্যানে তোমার মনে,
লিখে যায় কলম মোর অবিচল সুরে-
আঁকতে ছবি তোমার কাব্য মানস সত্ত্বা জুড়ে ।
তোমার নাকে দেখলে নথ ফুল কবি-
লিখে যাবে কাব্য; শিল্পী আঁকবে ছবি,
কত কথার মাঝে তুমিই শুধু তুমি-
তোমার দর্শনে ধন্য জগৎ লীলাময় ভূমি!
আত্মার প্রতি তোমার বিশ্বাস থাক প্রেমে-
ভরুক সকল আত্মা তোমার প্রেমে জমে,
তুমি সুন্দর; তুমি সুন্দরের সীমা রেখা-
হাজার জন্মে হয় যেনো গো তোমার সাথে দেখা……
(রচনাকালঃ ১২ই ফেব্রুয়ারী’২০০৭ ঈশায়ী,
সোমবার,বিকেল-০৩:৪৫__০৪:০০,
যদুনাথপুর,সামটা,শার্শা, যশোর)
তথ্যসুত্রঃযৌথ কাব্যগ্রন্থ “বাদল বরিষনে”-তে
সংকলিত কাব্য☆
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট