পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে সমিতির সভাপতি
পল্লী চিকিৎসক গ্রাম ডাক্তার প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর সভাপতিত্বে শনিবার(১৫ ফেব্রুয়ারী ২০২৫) সকাল সাড়ে এগারোটার সময় হিড়িন্দা বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে।
হালিমপুর হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাফিজুর রহমান( আম্মা ফার্মেসী),মোঃ কামরুল হাসান মাস্টার(কারিমা ফার্মেসী), পশু চিকিৎসক মোঃ রবিউল ইসলাম(রুনা ভেটেরিনারী), মোঃ ময়নুল ইসলাম, পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম জাকির(ক্যাপ্টেন শাপলা ফার্মেসী), পল্লী চিকিৎসক মোঃ লিয়াকত আলী(লিজা ফার্মেসী), আরো বক্তব্য রাখেন মোঃ জিয়াউর রহমান মাস্টার(মাস্টার ফার্মেসী), মোঃ মতিউর রহমান মতিন(মীম ফার্মেসী), মোঃ সালাউদ্দিন রহমান (মা ফার্মেসী), মোঃ বরকত উল্লাহ (বরকত ভেটেরিনারি) বক্তব্য রাখেন।
সভায় প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (কবি ফার্মেসী) বলেন, সমিতির সকল সদস্যদের কে সরকার কর্তৃক নির্ধারিত রেটে ঔষধ বিক্রি করতে হবে। ভেজাল ও নিম্নমানের কোন ঔষধ বিক্রি করা যাবেনা। মেয়াদোত্তীর্ণ ঔষধ কোন দোকানে পাওয়া গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, আমাদেরকে সম্প্রীতি ও আত্মসম্মান বোধ বজায় রেখে ব্যবসা করতে হবে। সমাজের সকল শ্রেণীর লোক, সকল পেশার লোকজন আমাদের সাথে সম্পৃক্ত তাই ক্রেতা ও বিক্রেতা সম্পর্ক যেনো মধুর থাকে সেই দিকে নজর দেবো। আকাশ আরো বলেন, আমাদেরকে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় চাঁদা পাঁচশত টাকা করে পরিশোধ করতে হবে।আগামী মিটিং সকলেই প্রস্তুতি নিয়ে আসবেন।
মোঃ হাফিজুর রহমান হাফিজ (আম্মা ফার্মেসী) বলেন,
আমাদের সমিতির সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে একটি আনন্দ ভ্রমণের ব্যবস্থা করতে হবে। তাতে সমর্থন করেন মোঃ জিয়াউর রহমান মাস্টার।মোঃ কামরুল হাসান মাস্টার বলেন, রমজানের পরে আনন্দ ভ্রমণ করলে ভালো হয় তাতে মোঃ জাহাঙ্গীর আলম জাকির সমর্থন করেন।
মোঃ সালাউদ্দীন আহমেদ সাফিনা পার্ক রাজশাহীতে ভ্রমণের প্রস্তাব রাখলে মোঃ লিয়াকত আলী সমর্থন করেন। মোঃ মতিয়ার রহমান বলেন যে, আমরা সকলেই বিভিন্ন লোকেশন খুঁজে আগামী মিটিং এ ফাইনালি সিদ্ধান্ত গ্রহন করবো ইনশাআল্লাহ।
মাসিক মিটিং পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ মাস্টার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট