প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা)
একাকী থাকা কি যে কষ্টের-
কতটা বেদনা বিধুর নিঃসঙ্গ প্রাণ!
বোঝে সে যার ভালোবাসা প্রাণ থেকে-
গেছে ঝরে…অকালে গেছে মরে !
ব্যথার করুণ আঘাতে সে হয়েছে নিস্প্রাণ-
সদা জাগ্রত প্রাণ একাকীত্বে হারায় প্রকৃতি প্রজ্ঞা…
নিঃসঙ্গতা তাকে কুঁড়ে কুঁড়ে খায় করে অবজ্ঞা!
বড় দূর্বিসহ একাকীত্ব জীবন
অসহ্য বোঝা বয়ে বেড়ানোর মত কঠিন!
চাইনা দুঃখ-বেদনা কষ্ট নিঃসঙ্গতা-
চাই পরিতৃপ্তি; চাই সুন্দর তম দিন!
ওগো নিঃসঙ্গতা; তুমি মোরে মহৎ
করোনা মনের মানুষহীনে,
আমি হতে চাই প্রেমিক সার্থকতা লাভে
জড়াতে চাইনা নিঃসঙ্গ দিনে……
(রচনাকালঃ ১৮ই ফেব্রুয়ারী’২০০৭খ্রিষ্টাব্দ।রোজঃ রবিবার,
দুপরঃ ০১:৫০_০২:০০,ওয়ান গ্রুপ,ভাওরাঈদ মাষ্টারবাড়ী,
কাউলতিয়া,সদর,গাজীপুর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট