মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
১৯৯৩ সালে দিনাজপুর শহরের মির্জাপুর এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালটি প্রতিষ্ঠিত হয়। গত ৩০ বছরে কোনো মেরামত না হওয়ায় বিভিন্ন স্থানে গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই টার্মিনালে পানি জমে যায়, ফলে যানবাহন চলাচল ও যাত্রী ওঠানামায় বিঘ্ন ঘটে। যাত্রী বিশ্রামাগারের ছাদ ও দেয়ালের আস্তর খসে পড়ছে।
দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। টার্মিনালের মূল ভবন ব্যবহার না করে প্রধান সড়কে যাত্রী ওঠানামা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্রতিদিন আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে চার শতাধিক বাস চলাচল করে।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, টার্মিনাল প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। পৌরসভার আর্থিক সঙ্কটের কারণে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম জানান মন্ত্রণালয়ের আরইউটিডি প্রকল্পের আওতায় এলে উন্নয়নকাজ করা হবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট