পাবনা জেলা সংবাদদাতাঃ
ঐতিহ্যবাহী পাবনা জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ এ মোট তিনটি প্যানেল থেকে নির্বাচনে আইনজীবীগন ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও মুলত দুইটি প্যানেল মুখোমুখি ভোট যুদ্ধে অবতীর্ণ হন। বিএনপি সমর্থিত “জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত” ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত “সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত” শেষ পর্যন্ত ভোটের মাঠে তীব্র লড়াই করে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী ২০২৫) সকাল ১০:০০ বিকেল ০৪:০০ টা মোট
পদ সংখ্যা ১৩ পদের বিপরীতে মোট ৪১৫ জন আইনজীবীর মধ্যে ৩৭৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে আলহাজ আবুল কালাম আজাদ বাচ্চু সহ ১১ জন বিজয়ী হন।
অপর দিকে জামায়াতে ইসলামী সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে (২ জন) সাধারণ সম্পাদক পদে মোঃ সুলতান মাহমুদ খান এহিয়া(প্রাপ্ত ভোট ১৮৬) ও সদস্য পদে খোন্দকার শাহ আলম স্বপন (প্রাপ্ত ভোট ১৯৫) বিজয়ী হন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মাহবুবুল আলম (কাজী আলম) ১৭৫ ভোট পেয়ে পরাজিত হন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত ১১ জন হলেন- সভাপতি পদে আলহাজ আবুল কালাম আজাদ বাচ্চু (প্রাপ্ত ভোট ২১৪), সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ সামসুদ্দোহা জামী(প্রাপ্ত ভোট ২১৩), সহ-সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন খান(প্রাপ্ত ভোট ১৮১), কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম (২)আলতাব(প্রাপ্ত ভোট ২০২)
যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) মোঃ আব্দুল্লাহ আল মামুন রনি(প্রাপ্ত ভোট ২০১)
যুগ্ম-সম্পাদক (লাইব্রেরী) আমিনা খাতুন শুভ(প্রাপ্ত ভোট ১৯৮)
যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) মোঃ রাশিদ নিস্তার মিশুক(প্রাপ্ত ভোট ২১৯)
অডিটর মোঃ পলাশ আলী(প্রাপ্ত ভোট ২১৪)
সদস্য পদে মোঃ মেসবাহ আহসান অনিক( প্রাপ্ত ভোট ২৮৮),
আহসান হাবিব পিনু বিশ্বাস(প্রাপ্ত ভোট ১৮৭),
মোঃ শামসুজ্জামান নান্নু (প্রাপ্ত ভোট ২২২) বিজয়ী হন।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদ আগামীতে বার সমিতির উন্নয়ন মুলক কর্মকান্ড করবেন। আইনজীবীদের মধ্যে সম্প্রীতি শৃংখলা রক্ষায় স্বার্থ সংশ্লিষ্টতা রক্ষায় ঐক্যমতের উপর অবিচল থেকে কাজ করে যাবেন আশা রাখি। দৈনিক খবর পদ্মাসেতুর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল বিজ্ঞ আইনজীবীদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
এছাড়াও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন পরিবেশ মানবাধিকার সম্প্রীতি স্লোগান বাহী আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি, কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি আশা করেছেন সাম্য মৈত্রী সম্প্রীতির বন্ধনে আগামী দিনগুলো অতিবাহিত হবে সকলের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট