হাসিয়ারা জামান কল্পনা
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, চাটমোহর, পাবনা।
যখন আমি থাকবো না তোমারর পাশে-
হয়তো থাকবো না তোমার কেন স্মৃতিতে মিশে,
তখন তুমি হয়তো অন্যকে ভালবাসতে শিখবে-
আর আমার ছবি তোমার মন থেকে মুছে যাবে।
তুমি তখন অন্যকে ভালবাসতে বাসতে ক্লান্ত হয়ে যাবে-
তোমার স্মৃতি আমার মনে আগের মতই বয়ে যারে,
আমি তখন একা একা থাকবো তোমার স্মৃতি নিয়ে-
হয়তো কোন নির্জন মরুপ্রান্তরে ছোট্ট কুঠির সাজিয়ে।
খড়কুটো দিয়ে গড়বো যেনো সেই ছোট্ট স্বর্ণ কুটির-
ভাবতে গেলে তোমাকে কখনো কষ্টরা করবেনা ভীড়,
যদি কখনো আমার কথা পড়ে তোমার ঐ সন্ধিঘ্ন মনে,
ফিরে যেতে চাইবে হয়তো সেই ফেলে আসা দিনে…
হয়তো তুমি সেদিন হাবে ক্লান্ত পরিশ্রান্ত ভাবনার করিডোরে-
তখন এসে জিড়িয়ে নিও ক্লান্ত মনটা আমার ছোট্ট কুটিরে,
ফিরতে আর পারবো না যে, কেহই সেই ক্ষনে সেই দিনে-
মনে পড়বে সে কথা বার বার! মনে পড়বে ক্ষনে-অক্ষনে…
হাসিয়ারা জামান কল্পনা
প্রযত্নেঃ মোঃ আজিজুর রহমান
আটলংকা নতুন গ্রাম,
ডাকঃ পাঁচুড়িয়া,
চাটমোহর,
পাবনা-৬৬১০.
মোবাইল নং 01782
912419.
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট