মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সন্ত্রাসীদের কোথাও দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে।”
তিনি অভিযোগ করেন, কিছু চক্র দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে। “তারা বিপুল পরিমাণ অর্থ দেশের বাইরে সরিয়ে নিয়েছে এবং সেই অর্থ ব্যবহার করেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে আমরা কোনোভাবেই তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেব না,” বলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাহিনীকে আরও তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রয়োজনে দিনে-রাতে যেখানে প্রয়োজন হবে, বাহিনী সেখানে উপস্থিত থাকবে। টহল বাড়ানো হবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী যদি যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
দেশের মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে। যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা কোথাও বসতে বা দাঁড়াতেও না পারে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদত্যাগ দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “এ ধরনের দাবি নতুন নয়। তবে শিক্ষার্থীরা মূলত নিরাপত্তার নিশ্চয়তা চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং আরও উন্নত হবে।”
তিনি জানান, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট