কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্বে আই টি আই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।এই অনুষ্ঠানে মগরাহাট আই টি আই এর ছাত্র ও ছাত্রীরা তাদের গুরুত্বপূর্ণ ডেমোক্রেশন ও বিভিন্ন ডেমো ট্রেডিং স্ট্রাটেজি উইংয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। এবং তারা তাদের শিল্প বাণিজ্য ভাবনা তুলে ধরার চেষ্টা করে। ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও রেলওয়ে ইঞ্জিন এবং বিন্দু শিল্প কে বিকশিত করতে তাদের জ্ঞানের কথা তুলে ধরেন। সেই সঙ্গে রেলওয়ে দুর্ঘটনা এবং কম খরচে বিদ্যুৎ এবং কৃষি সম্প্রসারণ এর অগ্রগতি বিভিন্ন দিক নিয়ে ডেমোর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এই ঐতিহাসিক মগরাহাট আই টি আই কলেজের ছাত্র ও ছাত্রীরা ভারতের মান রেখেছে এবং তারা আগামী দিনে বিশ্বের সেরা উঠেছে। তাদের ভুমিকা কে তুলে ধরেন মগরাহাট পূর্বে র বিধায়ক শ্রীমতী নমিতা সাহা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এই আই টি আই ছাত্র ও ছাত্রীদের ডেমোর বিভিন্ন দিকের আলোকপাত করেন মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর আধিকারিক তুহিন সুভ্র মাহন্তি। আজকের এই আই টি আই কলেজের নানা ধরনের টেকনোলজি ও কর্মকাণ্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান রুনা ইসমিন ও সমাজসেবী এবং মগরাহাট পূর্বে র ব্লক উন্নয়ন বোর্ড এর সহসভাপতি ও তৃনমূল দলের সভাপতি সেলিম লস্কর। আজকের মগরাহাট আই টি আই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আগত অতিথিদের কে স্বাগত জানান আই টি আই কলেজের অধ্যক্ষ শ্রী সুখেন্দু নাইয়া। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাহিল লস্কর। মগরাহাট পূর্বে র আই টি আই কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন এই কলেজের শিক্ষক ইদুজ্জামান মোল্লা।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট