মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি :
ঢাকা শহরের গাজা নেশা প্রবনতা বৃদ্ধি পাচ্ছে ও ছিনতাইকারীর প্রবণতা বাড়িয়ে তুলছে, পয়েন্টগুলো হল
কারওয়ান বাজার রেলগেট,
মহাখালী রেললাইন, কড়াইল বসতি, নাখালপাড়া পাগলা পোল, পান্থপথ মোড়, গাবতলি বাস স্ট্যান্ড, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, হাজারীবাগ বউবাজার, সেকশন ডালে, মিটফোড শ্মশানঘাট, সদরঘাট লঞ্চ টার্মিনাল, পোস্তগোলা ব্রিজের নিচে, যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড, শনির আখড়া, ডেমরা বাস স্ট্যান্ড, রামপুরা লেগুনা স্ট্যান্ড, হাতিরঝিল, রামপুরা স্ট্যান্ডের পাশে, সাত রাস্তা তেজকুনিপাড়া, বাড্ডা লেকের পাড়ে, গুলশান মানারাতের লেকের পাশ, কুড়িল বিশ্বরোড, কমলাপুর ওভারব্রিজ, মুগদা মান্ডা গ্রীন মডেল টাউন, মগদা মানিকনগর বালুর মাট, মুগদা টিটি পাড়া স্টেডিয়ামের পিছনে,
গোয়েন্দা সংস্থার শীর্ষ নেতৃত্ব রিপোর্ট, আরও তথ্য সংগ্রহ হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট