কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখঃ ২৮/০২/২০২৫ ইং
হঠাৎ যদি বুকের মাঝে
লাগে অনল জ্বালা,
বসন্তে ও কোকিল তখন
হয় যে হেলাফেলা।
বন্ধু বিহীন নদীর পাড়টা
লাগে শুধুই বালি,
জোসনা ভরা চাঁদটাও তখন
হয় যে শুকনা ডালি।
ফুল ভরা ঐ বাগান মাঝে ও
রয়না প্রিয় ফুল,
জীবনের এই চলা তখন
সবই লাগে ভুল।
সুখ নামের ঐ পাখিটার ও
ডাক লাগেনা ভালো,
শত আলোর মাঝেও তখন
সবই যেন কালো।
স্বজন বিহীন সুজনের মন
শূন্য মরুভূমি,
তুমি বিহীন আমি যেমন
আমি ছাড়া তুমি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট