মো: নাঈম , কালিয়া প্রতিনিধি
পবিত্র মাহে রমজান সামনে রেখে নড়াইলের কালিয়া বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির খবর বয়ে এনেছে। সাধারণত রমজানের আগে সবজির চাহিদা বাড়লে দামও ঊর্ধ্বমুখী হয়, তবে এ বছর পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়নি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিনে কালিয়া বাজারে দেখা যায়, আলু ২০-২৫ টাকা, পেঁয়াজ ৪০-৪৫ টাকা, বেগুন ৫০ টাকা, শিম ৩০-৪০ টাকা, টমেটো ১০ টাকা, ফুলকপি ২০ টাকা, গাজর ২৫ টাকা এবং ঢেঁড়স ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৯০-২০০ টাকা, সোনালি মুরগি ৩০০-৩২০ টাকা, আর ফার্মের ডিম প্রতি ডজন ১৩৫-১৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
সবজি ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ শেখ বলেন, “এবার বাজারে সবজির সরবরাহ ভালো। রমজানে সাধারণত যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর দামও স্থিতিশীল আছে। তাই দাম বাড়ার সম্ভাবনা কম।”
বাজার করতে আসা ক্রেতা ডাঃ মলয় বিশ্বাস বলেন, “সবজির দাম সহনীয় থাকায় স্বস্তিতে কেনাকাটা করতে পারছি। শুধু সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম থাকায় দাম একটু বেশি।”
সব মিলিয়ে, নড়াইলের কালিয়ায় এবারের রমজান সামনে রেখে বাজারের স্থিতিশীলতা ক্রেতা-বিক্রেতা সবার জন্যই আশার আলো দেখাচ্ছে। পর্যাপ্ত পণ্য সরবরাহ বজায় থাকলে রমজানের পুরো মাসেই বাজার এমনই সহনীয় থাকবে বলে আশা করা হচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট