মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি :
প্রবীণ আইনজীবী, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এবং টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন আইন পেশায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং টাঙ্গাইলের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বর্তমানে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন অমায়িক ও সৎ ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। তার সঙ্গে কাজ করা আইনজীবীরা বলেন, “বাকী ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। অল্প সময়ের জন্য হলেও বার কাউন্সিলে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, যা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তিনি সদালাপী ও সহানুভূতিশীল ব্যক্তি ছিলেন।” প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে বগুড়ার জিপি ও বাংলদেশ বার কাউন্সিল রিলিফ কমিটির চেয়ারম্যান এবং ওয়াসা রাজশাহীর ডাইরেক্টরসহ আইনজীবী সমাজ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া প্রার্থনা করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট