২ নং বর্নি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন সরকারি খরচ ৫০ টাকা, সেখানে চেয়ারম্যানের স্বামী জন প্রতি নেন ৩০০-১০০০ টাকা, উক্ত টাকার ভাগ চেয়ারম্যানের আমলারা পান, তরিকুল ইসলাম রানা ও তপন কুমার রায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।বর্নি ইউনিয়ন পরিষদের জন্ম নিবেন্ধনে সরকারি ফ্রী বাদে অতিরিক্ত ফ্রি নেওয়া হচ্ছে,একটা নিবেন্ধন করতে সরকারি ফ্রী ৫০ টাকা সেখানে কারো কাছের থেকে ৩০০ কারো কাছ থেকে ১০০০,আর চেয়ারম্যান এর স্বামী উক্তদাতা তরিকুল ইসলাম রানা এবং তপন কুমার রায় এ টাকার থেকে ভাগ খাইতেছে,এ নিয়ে প্রতিবাদ করা হয় বলে জানিয়েছে এলাকা বাসি,কিন্তু কোনো লাভ হয় নাই,বরং চেয়ারম্যান এর স্বামী তাদের কে বেশি বলে,আসলে চেয়ারম্যান এর স্বামী অশিক্ষিত উক্তদাতা বসিয়ে এভাবে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে,এ নিয়ে এক বার অভিযোগ করা হয় UNO অফিসে,UNO SiR হেদায়েতুল স্যার এর কাছে তিনি এর একটা সমাধান করে গেছেন,তিনি বদলি হওয়ার পর সেই আগের মতো টাকা নিতেছে,বার বার একটা নিবেন্ধন ভুল করে ইচ্ছা করে আর এভাবে জনগণের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে,uno sir এর কাছে আবার অভিযোগ করা হয় কিন্তু ফলাফল পাওয়া যাই নাই,,চেয়ারম্যান এর স্বামী ২ নং বর্নি ইউনিয়ন পরিষদের পরিষদ পরিচালনা করে তার লোক জন নিতে,আর চেয়ারম্যান এর স্বামী যে উক্তদারা বসিয়েছেন সে অশিক্ষিত,সে বার বার নিবেন্ধন ভুল করে,আর তাকে অতিরিক্ত টাকা নেওয়ার কথা বললে সে জনগণের সাথে খারাপ আচার-আচরণ করেন,বর্নি ইউনিয়ন বাসি এভাবে ভুক্তভোগী তরিকুল ইসলাম রানা কে যদি বলা হয় তুমি এতো টাকা কেনো নিতেছো সে বলে আমি চেয়ারম্যান এর স্বামী আমিনুল দাদার কথায় এখানে বসেছি,তাই সে যা আমাকে বলবে আমি তাই করবো,চেয়ারম্যান এর স্বামী যদি এভাবে বেশি টাকা নিতে বলে তবে জনগণ কার কাছে যাবে,এটাই হলো
বর্নি ইউনিয়ন পরিষদ,
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট