কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
সেই যে কবে এসেছি চলে আপন বাড়ি ছেড়ে
তার পরে আর হয়নি ফেরা নিজের আপন ঘরে।
নিজের ঘরে নিজেই এখন অতিথির মতো আসি
দুই চার দিন থাকলে আমি হয়ে যাই যে বাসি।
মা বলে তুই থাকনা কদিন এইতো এলি সবে
এলেই শুধু যাই যাই করিস আসবি আবার কবে।
প্রতিবেশী দেখলে বলে অমুক নারে ও-ই!
দেখি না যে বহুদিন ধরে থাকিস এখন কই।
থাকবো আর কই কাজের লাগি হয়েছি ঘর ছাড়া
পরেই বেশি আপন এখন হয়েছি স্বজন হারা।
নিজের গ্রাম নিজের বাড়ি আমিই বড় গেস্ট
সময় পেলেই আসি ছুটে নিতে একটু রেস্ট।
ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে হয়েছে সবাই বড়
নিজের গাঁয়ে নিজেই এখন অতিথি যে কারো।
কেউবা এসে বলে আঙ্কেল আসছেন কাদের বাড়ি?
বলবেই তো সেই যে কবে এসেছি আপন ছাড়ি।
বলি তাকে ঐযে বাড়ি ওটাই হলো মোদের,
তুই কার ছেলে? এই এলাকায় কোনটা বাড়ি তোদের?
আর কি হবে ঘরে ফেরা নিজের মতো করে
অতিথি রুপেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট