✒️দুখু হুমায়ুন
মোমিন মনে জাগল সাড়া সিয়াম এলো ফিরে,
রাখবো রোজা পড়ব নামাজ গুনাহ যাবে ঝরে।
জানা কিংবা অজানা হোক গুনাহ আছে যতো,
করবে ক্ষমা দয়াল তিনি ডাকো ডাকার মতো।
ঐশী বাণী ধরায় এলো পবিত্র এই মাসে,
মর্যাদা তাই অঢেল বেশি সমান নাই পাশে।
রহমত ও নাজাত আছে মাগফিরাত ও সাথে,
এতিম গরিব রোজাদারে ইফতার দাও পাতে।
তাহাজ্জুদ ও তারাবি পড়ো তাকওয়া বেশি আনো,
রবের কথা সঠিক মতো বেশি বেশি মানো।
দান সদকা বাড়িয়ে দাও সকল সৎ কাজে,
জিকির কর দমে দমে সকাল দুপুর সাজে।
সত্তুর গুণ বেশি নেকি নফল নামাজ পড়ো,
অধিক হারে যতো খুশি আমল করো জড়ো।
শেষ ভাগে বিজোড় রাতে কদর খোঁজ করো,
রাত জেগে নেকি দিয়ে নিজের থলে ভরো।
হাজার রাতের সমান নেকি ঘোষণা দিছে রব,
যতো আছে গুনাহ খাতা বিদায় করো সব।
তারিখঃ ০১-০৩-২০২৫ঈশায়ী, নড়াইল)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট