কলমে:আলী আজম
সময়:24 ফেব্রুয়ারি 2025
তুমি নীতিভ্রষ্ট হয়ো না,
আমি বঞ্চিত হ’ব
তুমি বিবেক বিবর্জিত হয়ো না,
আমি কষ্ট পা’ব
তুমি মানবিক হও
আমি ধন্য হ’ব।
তুমি পাঠশালা হও
আমি ছাত্র হ’ব
তুমি জ্ঞান বিতরণ কর
আমি পিপাসু হব
তুমি পাহাড় হও
আমি বুক পেতে নেয়া জমিন
তুমি সুর হও
আমি হ’ব সুরেলা বীণ।
তুমি বহমান নদী হও
আমি তলদেশ
তুমি লেলিহান শিখা
আমি অঙ্গার
তোমার জন্মদিন
আমি প্রজ্জ্বলিত মোমবাতি
তুমি অঝোর বৃষ্টি,আমি ছাতি
তোমার অ্যানিভার্সারি
আমাতে তুমি,তোমাতে আমি
অবিরাম চলছে চড়ুই ভাতি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট