এস এম এম আকাশ(পাবনা থেকে নিজস্ব প্রতিনিধি);-
৮ মার্চ সকাল ১১ টায় পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সমবায় মার্কেট দ্বিতীয় তলায় পাবনা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র অফিসে চেম্বারের সভাপতি আসমা আক্তার খুকীর সভাপতিত্বে সংগঠন এর উপদেষ্টা কবি ও সাংবাদিক আলমগীর কবীর হৃদয় এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার,একুশে বইমেলা পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উইমেন চেম্বার সদস্য সোনিয়াস কিচেন এর সত্ত্বাধিকারী সৈয়দা সোনিয়া খাতুন,বিসিএফ ফ্যাশান হাউজ এর সত্ত্বাধিকারী মনজু আরা ইয়াসমিন নীলিমা,সদস্য শ্যামলী আক্তার,মোছা: সাবরিনা জামান, সুলতানা রহমান, সোনালী ইসলাম,শাপলা খাতুন, লাইজু আহমেদ, মৌসুমি আক্তার,রুখসানা ইসলাম,অনুজা সাহা,তৃনা কুণ্ডু, সাবরিনা আক্তার নীশি, খাদিজা খাতুন প্রমুখ।
আজকের আলোচনায় উঠে আসে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রীর উপর পৈশাচিক নির্যাতনের সঠিক তদন্ত করে কঠিন শাস্তি প্রদানের উপর গুরুত্বারোপ করেন বক্তাগন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট