মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি :
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিত করতে সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ধর্ষণের মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে।” এছাড়া, তদন্তকারী কর্মকর্তাদের ১৫ দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন তিনি।
ধর্ষণ মামলার দীর্ঘসূত্রতার জন্য দায়ী ডিএনএ প্রোফাইলিং:
বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার অন্যতম কারণ হিসেবে ডিএনএ প্রোফাইলিংয়ে সময়ক্ষেপণের বিষয়টি চিহ্নিত করা হয়েছে। তাই, মেডিকেল রিপোর্টের ভিত্তিতে দ্রুত বিচার করা সম্ভব কিনা, সেই বিষয়ে আলোচনার পাশাপাশি ধর্ষণসংক্রান্ত আইনের সংশোধন নিয়ে কাজ করছে সরকার।
নারীদের সুরক্ষায় ২৪ ঘণ্টার হটলাইন চালু:
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ ঘণ্টার টোল-ফ্রি হটলাইন চালু করবে, যেখানে দ্রুত অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা নেওয়া হবে। এই কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় পৃথক দুটি সেল গঠন করবে।
ড. আসিফ নজরুল বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে যাবে।”
সরকারের ব্যর্থতা স্বীকার ও কঠোর অবস্থানের ঘোষণা:
তিনি স্বীকার করেন যে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এখনো পুরোপুরি সফল হয়নি। তিনি বলেন, “আমরা ক্ষমাপ্রার্থী, আমাদের ব্যর্থতা আছে। কিন্তু আমরা তা শুধরে নিতে কাজ করছি। মব জাস্টিস এবং নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলো নজরদারির মধ্যে রয়েছে।”
ফেক নিউজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা:
সংবাদ সম্মেলনে উপস্থিত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম মিডিয়ায় ভুয়া তথ্য প্রচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, “গত সাত মাস ধরে সরকারবিরোধী গোষ্ঠী ভারত থেকে কমিউনিকেশন ওয়ারফেয়ার চালাচ্ছে। আমরা তা মোকাবিলায় পাল্টা ব্যবস্থা নেব।”
“পুলিশ মানবিক হয়েছিল, এখন কঠোর হবে”:
সংবাদ সম্মেলনের শেষ দিকে আসিফ নজরুল বলেন, “পুলিশ মানবিক হওয়ার সুযোগ নিয়েছে অনেকে। এখন কঠোর হওয়ার সময় এসেছে।”
সরকারের এই কঠোর অবস্থানের ফলে ধর্ষণের বিচার দ্রুততর হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আরও কঠোর ব্যবস্থা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট