যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অনিয়মে, ক্ষুব্ধ যশোর স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব
যশোর জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামের চাকরি থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগে অতিরিক্ত সচিব (হাসপাতাল অনু বিভাগ) নাজমুল হক খান। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) যশোর জেনারেল হাসপাতালের সুপারের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় কালে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি স্টোর কিপারকে সাত দিনের মধ্যে শুধরাতে নির্দেশ দেন।এসময় উপস্থিত ছিলেন- যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আখতারুজ্জান, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সার্জারি বিভাগে সার্জন ডাক্তার এনকে আলম, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুজ সাদিক, হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, অর্থোপলডিক কনসালটেন্ট ডাক্তার বজলুর রশিদ টুলু, ডাক্তার হিমাদ্রি শেখর প্রমুখ।
মতবিনিময়ের পর অতিরিক্ত সচিব নাজমুল হক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে স্বাধীন আলোকে বলেন, হাসপাতাল পরিদর্শনে অনেক অসংগতি পেয়েছি। স্টোর কিপার সাইফুল ইসলামকে তার কাজের বিষয় হুশিয়ারি করা হয়েছে। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন, চিকিৎসা সেবার মান, জনবলসহ বিভিন্ন বিয়ষ নিয়ে কথা হয়েছে। বেশ কিছু সমস্যা আছে, আশা করছি আগামীতে এসব সমস্যার সমাধান হয়ে যাবে।তত্ত্ববধায়ক ডাক্তার আখতারুজ্জান স্বাধীন আলোকে বলেন, অলরেডি ক্যাশ কাউন্ডার থেকে চারজনকে সরিয়ে দেয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে ছাড় দেয়া হবে না।ক্যাশ কাউন্টারে দুই রকম ভাউচারে টাকা নেয়া হয় একটি সরকারিভাবে হাসপাতালের প্রিন্ট করা রশিদ (মেমো) অন্যটি কম্পিউটারে প্রিন্ট করা সাদা কাগজে এবিষয়ে তত্ত্বাবধায়ক বলেন, বিষয়টি আমার কানে এসেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখবো
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট