মোঃ নাঈম কালিয়া, নড়াইল
নড়াইলের কালিয়ায় নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হ্যারাসমেন্টের ক্রমবর্ধমান পরিস্থিতি এবং বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১০ মার্চ ) সকাল ১০টায় সরকারি শহীদ আব্দুস সালাম কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ ছাত্রদল, কালিয়া, নড়াইল।
মানববন্ধনে বক্তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীরা প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছেন, অথচ অনেক ক্ষেত্রেই অপরাধীরা আইনের আওতায় আসছে না। এজন্য দ্রুত আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন বক্তারা।
বক্তারা সরকারের প্রতি নারীদের প্রতি সহিংসতা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং সমাজের সকলকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট