মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে আড়াই মাস বয়সী এক নবজাতক চুরি হয়েছে। শিশুটির নাম সায়ান, সে সদর উপজেলার মনসুরহাট গ্রামের বাসিন্দা শিমুল হোসেনের ছেলে। ডেইলি স্টার বাংলা’র খবরে এমনটি জানা গেছে ।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে রোববার হাসপাতালে ভর্তি করা হয় সায়ানকে। ঘটনার দিন সকাল থেকেই এক অজ্ঞাতপরিচয় নারী শিশুটির আশপাশে ঘোরাফেরা করছিলেন। তিনি বিভিন্নভাবে সহানুভূতি দেখিয়ে শিশুটির পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।
সন্ধ্যায় শিশুটির মা ও নানি পাশের ওয়ার্ডে এক আত্মীয়কে দেখতে গেলে ওই নারীকে কিছুক্ষণের জন্য শিশুটির দেখাশোনার দায়িত্ব দেন। কিন্তু ফিরে এসে দেখেন, শিশুটিসহ নারীটি উধাও! তল্লাশি করেও তাদের কোনো খোঁজ মেলেনি।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তারা দ্রুত পুলিশে খবর দেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন নারী শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা দ্রুত পুলিশকে জানিয়েছি, যাতে শিশুটিকে উদ্ধার করা যায়।”
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন নারীর ছবি সংগ্রহ করেছি। শহরের বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।”
শিশুটির পরিবার সন্তান ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট