যশোরে ইমাম হুসাইনের চল্লিশা পালন, শুহাদায়ে কারবাল।।যশোরে জান্নাতী যুবকদের সর্দার, রাসূল (সঃ) এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন ইবনে আলী এর পবিত্র শাহাদত বার্ষিকীর চল্লিশা উপলক্ষে চেহলুম এ ‘শুহাদায়ে কারবালা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে আলো রাসুল পাবলিকেশন্সের আয়োজনে সেমিনারটি করা হয়। হুসাইন ই ভক্তদের আলোচনায় সেমিনারটি শোকসভায় পরিণত হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সাংস্কৃতিক ও প্রশিক্ষণ বিভাগের শিক্ষক আলী নেওয়াজ।বিশেষ অতিথি ছিলেন প্রাচ্য সংঘের পরিচালক বেনজিন খাঁন, বাংলাদেশ বৈদিক সমাজের পরিচালক আচার্য সুভাষ শাস্ত্রী, যশোর ক্যাথলিক চার্চের ফাদার নরেন জোসেফ বৈদ্য, মুফতি শহিদুল ইসলাম ইনসাফি ও খুলনা ক্যাথলিক চার্চের ফাদার মিমমো পিয়াতানজা।সেমিনারের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে বক্তারা বলেন, মুমিনদের আত্ম পরিচয় খুঁজে পাওয়া ও উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের শোক মাতমের মধ্যে। যতদিন এ পবিত্র ইমামের মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালবাসা থাকবে তার সাহসী প্রকাশ ততদিন এ রক্তাক্ত শাহাদতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে। সত্য পৌঁছে যাবে পরবর্তী বংশধরদের কাছে। সবাইকে ইমাম হুসাইনের আদর্শ অনুসরণের আহবান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ আলে রাসূল পাবলিকেশন্সের মাহন ইমাম (আঃ) গনের বাণী, নাবিইল উম্মী, খেলাফতের হক কার ছিল এ তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানের সঞ্চলনা করেন আলে রাসূল পাবলিকেশন্সের প্রকাশক শাহবাজ আহম্মেদ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট