রিশাদ হোসেন, ইডিক ক্যাম্পাস প্রতিনিধিঃ
বাংলাদেশে সকল ধর্ষণ প্রতিরোধ ও শিশু আছিয়া নির্যাতনের বিচারের দাবিতে উত্তাল সারা দেশ।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত।
গতকাল ১০ মার্চ সোমবার, সকাল ১১টায় ইছামতী ডিগ্রি কলেজের ছাত্রদল শাখা ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মধ্যে দিয়ে বৃহৎ আকারের মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় শিক্ষার্থীরা হাতে ব্যানার,ফেস্টুন ও ধর্ষকদের আস্থানা ভেঙে দাও গুড়িয়া দাও, সারা বাংলায় খবর দে-ধর্ষকের কবর দে,রশি লাগলে রশি নে ধর্ষকের ফাঁসি দে, বোন তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই,,তুমি কে আমি কে আছিয়া আছিয়া সহ একাধিক স্লোগান দিয়ে রানীরবন্দরের দিকে অগ্রসর হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি ও চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব নুরে আলম সিদ্দিকী নয়ন ইহা ছাড়াও উপস্থিত ছিলেন ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ,উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ।
উক্ত মানববন্ধনে উপস্থিত সকলকে মাঝে ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরে বক্তব্য দেন বক্তারা।
ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবি নিয়ে আমরা কথা বলি, উক্ত মানববন্ধনের আয়োজক ও ইছামতি ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি আব্দুর রশিদের সঙ্গে তিনি আমাদেরকে বলেনঃ আমরা চাই, দেশের নারীদের প্রতি যে সহিংসতা,নিপীড়ন,হেনস্তা সহ ধর্ষণ ও নির্যাতন মূলক অপকর্ম গুলো ঘটেছে সেগুলোর শক্তভাবে দমন করতে।বর্তমানে দেশের আইনশৃঙ্খলার অবনতি দেখায় আমরা ছাত্রদল সব সময় ধর্ষন ও নির্যাতনের মত ঘটনা না ঘটে সেজন্য সোচ্চার আছি এবং থাকবো।আর মাগুরার ছোট শিশুটি আফিয়া সহ বেশ কয়েকটি শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে,এটি অত্যন্ত দুঃখজনক।ধর্ষকরা কখনো মানুষ হতে পারে না তাদেরকে এক কথায় পশু বলতে হয়,সারা দেশের শিক্ষাঙ্গনের সাথে আমরা ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদল এটার পক্ষে আছি, সরকার যদি দেশের সকল ধর্ষকদের দ্রুত যথাযথ শাস্তি ও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আবার কঠিন আন্দোলনের ডাক দিব,আছিয়া ধর্ষণের মামলায় সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ২৪ ঘন্টার যে আল্টিমেটাম দিয়েছে আমাদের ছাত্রদল শাখা সাধারণ শিক্ষার্থীদের সাথে থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট