#বাস্তব_কিছু_কথা ।
খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
বাংলাদেশ এর সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষ টিকে দেখেছি সুইসাইড করতে।
অতি সুখি দম্পতি কে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।
খুব পশ ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি
বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষ টিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।
আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।
এক সময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষ টি এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষ টিও দিন শেষ এ ব্যার্থ হতে পারে।
বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি।
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে
ফার্স্ট গার্ল থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।
জীবনের এই প্যারামিটার গুলা আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।
কারন আল্লাহপাক ই সর্বোত্তম পরিকল্পনাকারী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট