দলের দুর্দিনে যিনি ছিলেন না কভুও কোন দিন মাঠে-
আজকে তিনি মনোনয়ন নিতে দৃশ্যত সবল পরিপাটে,
নেমেছেন ভোটের ময়দানে যে খেয়ে আদাজল দৃশ্যপটে-
পেতে লোকের সমর্থন ছুটছেন চতুর্দিক কৌশলে অপকটে!
নেই কোন অবদান যার সংগঠনে বা দলে একচিলতে-
নেই কোন সংকোচ-সংশয় এমন লোকের কথা বলতে,
নিরবিচ্ছিন্ন অরাজনৈতিক ব্যক্তি লোকের ভাগ্যোন্নয়নে-
করেননি তুলনা মূলক কাজ যে প্রকৃত পক্ষে জনকল্যাণে।
হতে জনবান্ধন জনস্বার্থে করতে চাই মেধা ও শ্রম ক্ষয়-
যদিও কারো প্রয়োজনে পাশে আহ্বানে না ডাকে আমায়,
করি প্রতিবাদ ও রাজনীতি লোকের মুখে চেয়ে দায়বদ্ধতায়-
সজাগ থেকে কাজ করতে চাই মানব কল্যানে প্রভূর কৃপায়!
ভালো লোকের জন্য নয়তো রাজনীতি প্রচলিত এ কথা-
পাল্টে দেবো ফিরিয়ে এনে পরিবেশ পরিবর্তনে যথার্থতা,
এগিয়ে আসতে হবে যে সেবার মানসিকতা দেশপ্রেম নিয়ে-
রাজনীতিতে নয় কোন বিনিয়োগ!এগোতে হবে সেবা দিয়ে!
হয়তো ভাবনায় ভাবতে কষ্ট হয় আজ দেশে নষ্ট রাজনীতি-
ভালো মানুষকে দায়দায়িত্ব নিয়ে গড়তে হবে চর্চায় সম্প্রীতি,
রাজনীতিতো নয়তো প্রদর্শন কার্যকর করার রাজার নীতি-
বোধোদয় ধারণে ভাবতে হবে রাজনীতি যে উদার সম্প্রীতি!
নীতির রাজাই হলো রাজনীতিবীদ এ ভাবনার হলে ব্যতিক্রম-
থাকবেনা রাজনৈতিক শিষ্টাচার, পদায়নে মিলবে উত্তম-অধম,
করবে বিনিয়োগ পূঁজি খাটাবে, সংঘঠনে অবদান না রেখে-
পূুঁজি উঠাতে দলের আদর্শ বিক্রি করবে প্রতিশ্রুতি না দেখে!
🥢এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, গীতিকার-সাংবাদিক,
পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সভাপতি-
গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা, পাবনা।
ইমেইলঃ kdaakash2024pabna@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট