এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
সাথে করে এনেছিলে যে মৃত্যুহীন প্রাণ-
সময়ের প্রয়োজনে তা করে গেলে দান,
যে প্রাণ তোমার ছিলো; তাতে মোরাও অংশীদার-
অভিমানে চলে গেলে তুমি নিয়ে ব্যথার পাহাড়!
চলে গেলে; বলে গেলেনা আমাদেরকে কিছু-
তবুও রাখবো তোমায়; ছাড়বোনা তোমার পিছু,
যা পেয়েছি; শিখেছি তোমার কাছে মমত্ব বোধে-
সাধ্য নেই তা নিবিড় ভাবনায় দিতে পরিশোধে!
তুমি ছিলে, আছো ও রবে রাজনীতির আকাশে-
তোমাকে খুঁজে ফেরে মন বুঝতে পথ বিকাশে,
তুমি বিচক্ষণতার পরিচয় দিছো প্রতিটি পদক্ষেপে-
তোমাতে দিয়েছি আমি রাজনৈতিক সিদ্ধান্ত সঁপে!
অসময়ে তব প্রস্থান শুণ্যতা করেছে সৃষ্টি হৃদয়ে-
অদৃশ্যতই অসামান্য দুঃখ শ্রোত আড়ম্বর যায় বয়ে,
ব্যথীত হৃদয় রাজপথে শক্তি সাহসে হতো অগ্রগামী-
অনুপ্রেরণার মনোবল বাড়াতে সদা পাশে ছিলে তুমি!
তোমার দেওয়া শিক্ষা-দীক্ষা বন্ধুর পথ পরিক্রমায়-
দিয়েছে স্বকীয়তা প্রানের স্পন্দনে মুক্ত গতিধারায়,
এ হৃদয়ের যত ব্যথা দুর করি সঞ্চয় শক্তি তব প্রস্থানে-
গড়তে চাই দেশ মাতৃকা তব প্রদত্ত শিক্ষা সংস্থাপনে!
দোওয়া করি তব প্রাণ হোক সমাদৃত জান্নাত মাঝে-
হোক তব দোওয়ার বান বর্ষিত সকলের প্রানে সমাজে,
ব্যথীত হৃদয়ের শোক শক্তিতে রুপান্তর করে এ ক্ষনে-
সম্মৃদ্ধ করতে চাই তব রেখে যাওয়া কাজ প্রতিজ্ঞা ধ্যানে……
(তারিখঃ ১৮ই মার্চ ২০২১ ঈশায়ী,
সকালঃ১১:১৫_১১:২৫#১৫:১৫_১৫:৩০,
মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী,চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট