নিজ বাড়ির পথ বন্ধ করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন। যশোরের মনিরামপুরে মোহনপুর, মোঃ আনোয়ার হোসেন, পিতা-মৃত মোমতাজ উদ্দীন বিশ্বাস, গ্রাম-মোহনপুর হাসপাতাল মোড়, থানা-মনিরামপুর, জেলা-যশোর আমি অভিযোগ করছি যে, আমার পৈত্রিক সূত্রে পাওয়া ৯৮ নম্বর মোহনপুর, মৌজায় ৫৪ শতক জমির মধ্যে হাল ৭৫৭ দাগে ৪৯ শতক রেকর্ড হয়। এর মধ্যে ৮ শতক জমিতে আমার দোতলা ভবনের বসতবাড়ি। এই বাড়িতে আমি দীর্ঘ ১৮ বৎসর যাবৎ বসবাস করছি। রেকর্ড বাদে ৫ শতকের মধ্যে ২ শতক জমি রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি আমি ও আমার প্রতিবেশীরা। বর্তমানে বাড়িতে যাতায়াতের রাস্তা বন্দ হওয়ায় ঘরবাড়ি ফেলে আত্মীয় স্বজনের বাড়িতে মানবেতর জীবনযাপন করছি আমরা।
আমি দক্ষিণ কোরিয়া থাকা কালিন হাসান আলী, পিতা-রুহুল আমিন, গ্রাম-বিজয়রামপুর ও মফিদুল ইসলাম, পিতা-মৃত আব্দুল হামিদ, গ্রাম-মোহনপুর, মনিরামপুরসহ অন্যান্য শরীকের সাথে শলা পরামর্শ করে আমার পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করার ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় হাসান আলী ও মফিদুল ইসলাম আমার বাড়ির যাতায়াতের রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেয়।হাসান আলী আরএস ৪৪ খতিয়ান হইতে ২ শতক জমি মফিদুল ইসলাম এর নিকট হতে ক্রয় করে। পরবর্তীতে হাসান আলী মফিদুল ইসলামের জমি বাদে আমার যাতায়াতের রাস্তা দখল করে দোকান ঘর নির্মান করে অবরুদ্ধ করে রেখেছে। ফলে আমার বাড়ির যাতায়াতের রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে। নিরুপায় হয়ে আমরা বাড়িঘর ফেলে।আত্মীয় স্বজনের বাড়িতে বসবাস করছি। হাসান আলী ও মফিদুল ইসলাম স্থানীয় পৌরসভা, উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে যাতায়াতের পথ এখনো বন্ধ করে রেখেছে।আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় আমার স্ত্রী গত ০৪/১১/২০ তারিখে লোকজন নিয়ে হাসান আলীর বাড়িতে যান। সেখানে যেয়ে মফিদুলকে পেয়ে রাস্তার দখল ছেড়ে দেয়ার অনুরোধ করেন। তারা রাস্তা ছাড়ার কোন কথা শুনতে নারাজ। এ ব্যাপারে কোন প্রকার শালিস দরবার করলে খুন জখম করবে বলে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
আমি দেশে ফিরে পৌরসভায় একটি অভিযোগ দিয়েছিলাম। মেয়র ও কাউন্সিলর গণ জমির কাগজপত্র দেখে আমার পক্ষে রায় দিয়েছিলেন। পৌর কতৃপক্ষের এ আদেশ অমান্য করে তারা আজও রাস্তা দখল করে আছে। এ অবস্থায় আমি কিছু বলতে গেলে তারা আমি ও আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমি ও আমার পরিবার। বর্তমানে আমি বাড়ি ঘর ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে মানবেতর জীবনযাপন করছি। আমি আপনাদের মাধ্যমে দখল করে নেয়া যাতায়াতের রাস্তা খুলে দিতে সকলের সহযোগীতা কামনা করছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট