এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
স্বাধীনতা তো স্বাধীনতাই এখানে এমন,
নেই কোন মুল্যবোধ এ সময়ে-
যার যার স্বাধীনতা বজায় রেখে-
চলে যে হায় এ অস্থির সময়ে…
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
এখন চলছে স্বাধীনতা রাজনীতিবীদদের দু’হাতে-
যেথায় যেমন যে যা পারে লুটতে,
স্বাধীনতা আছে নাগরিকদেরও গন অবস্থানে-
ডাকতে হরতাল গনতান্ত্রিক প্রক্রিয়ায়…
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
স্বাধীনতা বাংলাদেশের একটি নাম-
একটি পরিচয়; একটি সাধনার রুপ প্রতিচ্ছবি,
যে নামে সকলেই প্রবক্তা ও শ্রোতা-
সকলেই জনগন এবং সকলেই নেতা…
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
স্বাধীনতা; স্বাধীনতা এক অতৃপ্ত শব্দ ঝংকার,
যার মাঝে লুকিয়ে আছে সব কথা মালা-
কৃষকের কথা; শ্রমিকের ব্যাথা,
বঞ্চিতের করুণ আর্তনাদ; মজলুমের কষ্ট গাঁথা…
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
আমার ডায়রীর পাতায় লেখা-
কয়েকটি অক্ষরের একটি শব্দ উচ্চারন,
যাদের বুকের রক্তে অর্জিত এ মাটি-
তাদের রক্ত-প্রাণ সম্ভ্রমে স্বাধীনতা তুমি পরিপাটি…
স্বাধীনতা তুমি স্বাধীনতা!
যাদের রক্ত প্রাণের মুল্য দিতে পারিনি-
আমরা এ ধামে অকৃতজ্ঞ জাতি,
চাই মুক্তি…স্বমহিমায় হতে স্বাধীন-
যায় যেনো বিলীন হয়ে নগ্ন স্বাধীনতা……
(রচনাকালঃ ২১শে মার্চ’২০০৫ইং
রোজঃ সোমবার,সন্ধ্যাঃ ০৬:১০__০৬:২৯,
চাটমোহর শ্বশ্মান ঘাট,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট