মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপাতত দেশে ফেরার সম্ভাবনা নেই। তবে নির্বাচনের আগে বা তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তিনি। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রমজানের পরই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। লন্ডনে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বারিধারায় প্রস্তুত হচ্ছে তারেক রহমানের বাসভবন:
তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং বড় বোন শাহীনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচএস-এ একটি বাড়ি রয়েছে। বাড়িটি তার শ্বশুর, সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের সম্পত্তি, যিনি মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে মারা যান। দীর্ঘদিন অব্যবহৃত থাকা এই বাড়িটিতে বর্তমানে ব্যাপক সংস্কারকাজ চলছে। আধুনিক নকশায় কিচেন, বাথরুমসহ বিভিন্ন অংশ নতুন করে নির্মাণ করা হচ্ছে, যাতে দেশে ফিরে তিনি সস্ত্রীক এখানেই বসবাস করতে পারেন।
নির্বাচনের আগেই দেশে ফিরবেন তারেক রহমান?:
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানান, তারেক রহমান নির্বাচনি প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন এবং তার জন্য ঢাকার বাসাসহ সব প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে ফেরা এখন শুধু সময়ের ব্যাপার।”
খালেদা জিয়ার ফেরার প্রস্তুতি:
খালেদা জিয়া শিগগিরই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে ফিরতে চান। এম এ মালেক জানান, তিনি দেশের মাটিতে ফিরে আসতে অত্যন্ত আগ্রহী এবং ঈদের পরই দেশে ফেরার পরিকল্পনা করছেন।
আইনি বাধা দূর, সরাসরি রাজনীতিতে অংশগ্রহণের সম্ভাবনা:
গত ২০ মার্চ তারেক রহমান সব মামলায় খালাস পেয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে পারবেন। ফলে তার ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ দেখা দিতে পারে।
দেশের রাজনীতির মোড় কোনদিকে ঘুরবে, তা অনেকটাই নির্ভর করছে তারেক রহমান ও খালেদা জিয়ার প্রত্যাবর্তনের সময় ও প্রেক্ষাপটের ওপর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট