কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখঃ ২২-০৩-২০২৫ ইং ২১ শে রমজান ১৪৪৬ হিঃ
আর কি হবে না বিশ্বের বুকে আলীর মতো বীর,
দুই হাতে যে কাটতে পারে কাফেরদের ঐ শীর।
ওমর তুমি কোথায় আছো তোমাকেই প্রয়োজন,
তোমার জন্য অপেক্ষায় আজ গাঁজার জনগণ।
খালিদ বিন ওয়ালিদ কে আবার পাঠাও সেনা করে
তাকেই যে আজ প্রয়োজন খুব গাঁজার ঘরে ঘরে।
ইহুদিরা আজ ভুলেই গেছে তোমাদের ইতিহাস,
যারা একলা হয়ে হাজার কাফের করিতো কেটে লাশ।
যাদের হুংকার শুনে কাফেরের হাতের অস্ত্র যেতো ছুটে,
হাজার হাজার কাফের সেনা জমিনে পড়িতো লুটে।
আজ মুসলমানের কি হয়েছে নেই ইমানের শক্তি
তলোয়ার বেঁচে জায়নামাজে দেখায় খোদার ভক্তি।
আজ তাসবিহ্ হাতে খোদাকে বলে বাঁচাও মুসলমান
তবে নবীর চাচা আমির হামযা দিলো কেন তার প্রাণ??
ইসলাম যদি জায়নামাজ আর তাসবিতেই হতো জারি,
তবে ওমর, আলী, হামজা, খালিদ ধরতো না তরবারি।
বলি গর্জে ওঠো মুসলিম জাতি দেখাও আরেক বার
মুসলিম জাতি খোদার সৈনিক মানে নাকো তারা হার।
বুকেতে কোরআন হাতে তরবারি সামনের দিকে চলো
নারায়ে তাকবির আল্লাহু আকবার চারিদিকে ঝড় তোলা।
আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দেয়া দেহ
আল্লাহর সাথে গাদ্দারি করে পার পাবে না কে।
মুসলিম তোমার ইহকাল নয় পরকালেই পাবে সুখ
খোদার বিধান কায়েম করতে পেতে দাও ঐ বুক।
একবার তুমি ভাবো নিজেকে হযরত বীর আলী
সামনে দেখিবে কাফের-মুশরিক হয়ে গেছে সবখালী।
খালিদ বিন ওয়ালিদ হয়ে ছাড়ো যদি হুংকার
যত ক্ষমতাই থাক না কাফেরের দেখিবে না তারে আর।
আমরা শুধু মার খাচ্ছি দুনিয়ার প্রেমে পড়ে
মুসলিম নামের মোনাফিক মোরা প্রতিটি ঘরে ঘরে।
ভারতের বুকে ভাঙছে মসজিদ ভাঙছে মুসলিম বাড়ি,
নিজেদের বাড়ি বাঁচাতে গিয়ে গুনগান গাই তার-ই।
হে মুসলমান এতটা নিষ্ঠুর হয়ে গেলে কেমন করে
গাজার শিশু কাঁদছে দেখো পাথরের নিচে পড়ে।
যদি- নিজের শিশুর মুখটা দেখতে ঐ শিশুর অন্তরে
তবে- কেমন করে থাকতে বসে চুপ করে নিজ ঘরে।
হে মুসলমান সময় থাকতে ঐক্য বদ্ধ হও,
বীরের জাতি মুসলিম তুমি কাপুরষ তো নও।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট