মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশমালার বেশ কয়েকটি বিষয়ে আপত্তি তুলেছে বিএনপি, বিশেষ করে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাব নিয়ে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সুপারিশকে ‘অযৌক্তিক প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মতামত প্রতিফলিত হয় নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে। কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাব বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে রাজনীতিবিদদের গুরুত্ব কমিয়ে অনির্বাচিত ব্যক্তিদের ক্ষমতায় আনার পথ সুগম করার ইঙ্গিত রয়েছে।”
সংস্কার বিষয়ে আজ (রবিবার) জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিকভাবে মতামত জমা দেবে বিএনপি। তবে এর আগে গতকাল (শনিবার) চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “এনসিপির প্রস্তাবিত কাঠামো ও কার্যপরিধি পর্যালোচনা করলে দেখা যায়, বেশিরভাগ দায়িত্বই অনির্বাচিত ব্যক্তিদের হাতে ন্যস্ত করার পরিকল্পনা করা হয়েছে। এমনকি সাংবিধানিকভাবে তাদের ক্ষমতায়নেরও প্রস্তাব করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”
বিএনপি নেতাদের মতে, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের পরিবর্তন জনগণের ভোটাধিকার ও জনপ্রতিনিধিত্বমূলক শাসনের মৌলিক ভিত্তিকে দুর্বল করতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট