মানুষ আমাকে কালো বলে,,, বিশ্বাস করুন আমার একটুও কষ্ট হয় না সেটা শুনে,,আমার মাঝে হাজারটা খারাপ দিক থাকতেই পারে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো দিকটা হচ্ছে আমি কালো। নিশ্চয় হাসছেন যে, কালো হওয়া আবার ভালো দিক হয় নাকি? আমার উত্তরটা হবে হ্যাঁ, হয়। কেন হয় শুনবেন? আচ্ছা আমিই বলি,, একটা কালো মেয়ে সবার অবহেলার পাত্রী হতে পারে কিন্তু কেউ রাস্তাঘাটে পিছনে পরে যায় না। একটা কালো মেয়ে সবার হাসির কারণ হতে পারে কিন্তু কাউকে নিয়ে সে ঠাট্টা বা হাসি উড়ায় না। একটা কালো মেয়ের সাথে একটু কথা বলা যেতে পারে কিন্তু তার সাথে ভালোবাসা নামক সম্পর্কে জড়ানো যায় না। একটা কালো মেয়েকে হাজারো কথা শুনানো যায় কিন্তু সে কোনো কথারই প্রতিত্তোর করে না। একটা কালো মেয়েকে সহজেই বিয়ে না করার জন্য রিজেক্ট করা যায় কিন্তু তার সেই অধিকারটাই থাকে না। কারণ তার কাছে কোনো অপশনই থাকে না। একটা কালো মেয়ে যতই বাবা-মা, ভাই-বোনের আদরের হোক না কেন দিন শেষে সে কিন্তু কালো মেয়েই থেকে যায়,, হাজারোকথা কিন্তু তাকে বিনাবাক্যে হজম করতে হয়,,, খোঁজ নিয়ে দেখবেন প্রায় প্রত্যেকটা কালো মেয়েই চোখের পানিতে কোনো একদিনের জন্য হলেও বালিশ ভিজিয়েছে। কিছু কিছু পরিবারই আছে যারা শুধু মাত্র কালো মেয়ে হওয়ার অপরাধে মেয়েটাকে দিনের পর দিন অবহেলা করে। কালো মেয়েটাকে বোঝা মনে করে।। আবার অনেক পরিবারই কিন্তু কালো মেয়েটাকে মাথায় করে রাখে। বোঝা না ভেবে অনেক বেশিই প্রায়োরিটি দেয়। কিন্তু হ্যাঁ, যদি কখনো কেউ একজন কালো মেয়ের ভালোবাসায় আটকে যায় তাহলে সে কখনো তাকে অবহেলা করতে পারবে না। কালো মেয়েরা অনেক বেশিই ভালোবাসতে জানে। একজন কালো মেয়ে সহজে কখনোই বিশ্বাস করবে না যে তাকেও কেউ ভালোবাসতে পারে,, তাকে বুঝাতে হবে, অনুভব করাতে হবে,,, বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ এটাও সম্ভব। সবাই কিন্তু এক হয় না,, না সবাই কালো মেয়েকে অবহেলা করে আর না সব কালো মেয়েরা ভালো হয়।। ভালো-খারাপ মিলিয়েই জীবন…।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট