অভয়নগরে ভুয়া কাজির ৬ মাসের কারাদণ্ড
অভয়নগরে ভুয়া কাজির ৬ মাসের কারাদণ্ড
যশোরের অভয়নগরে মতিয়ার রহমান (৪০) নামে এক ভুয়া কাজির ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত মতিয়ার রহমান উপজেলার ধোপাদী গ্রামের সোহরাব মোড়লের ছেলে।অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামরুজ্জামান বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্ট্যাম্প ও বিয়ে সম্পাদনের নকল ফরমসহ মতিয়ার রহমান নামে এক ভুয়া কাজিকে গ্রেফতার করা হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ভুয়া কাগজপত্র তৈরি ও বিয়ে দেওয়ার অপরাধে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩০টি বাল্যবিয়ে পড়িয়েছেন বলে স্বীকার করেছেন মতিয়ার রহমান
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট